চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১৬তম ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’। চার দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। মেলায় থাকবে ৪২টি স্টল।
ফেয়ারে রিহ্যাব সদস্যদের মধ্যে ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সরসহ আরও ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) চট্টগ্রাম শাখার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি টিকিট থাকবে। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে দর্শনার্থীরা চারবার মেলায় প্রবেশ করতে পারবেন।
দর্শনার্থীদের জন্যে প্রতিদিন লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। উদ্বোধনী দিন দুপুর দুইটা থেকে মেলায় প্রবেশ করা যাবে। বাকি দিনগুলোতে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে।
বিডি প্রতিদিন/এমআই