সিলেটে ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই আক্রান্ত হলেও সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষ করে গরমের সাথে খাপ খাওয়াতে না পারায় ছোটদের মধ্যে জ্বরের হার বেড়েছে।
সিলেট লায়ন্স হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশিরভাগ মা তাদের শিশুকে নিয়ে এসেছেন চিকিৎসকের শরণাপন্ন হতে। ডাক্তারদের মতে, ঋতু পরিবর্তনের কারণে এই জ্বর হয়ে থাকে এবং সাধারণত ৩ থেকে ৪ দিন স্থায়ী হয়। তবে যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য জটিলতা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হঠাৎ কেন বাড়ছে তাপমাত্রা?
গত এক মাসে সিলেটের তাপমাত্রা ক্রমশ বেড়েছে। ফেব্রুয়ারির শুরুতে যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, মার্চের প্রথম সপ্তাহেই তা লাফিয়ে বেড়ে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের তাপমাত্রাও বেড়েছে, যদিও দিনের তুলনায় কম। এই আকস্মিক পরিবর্তন শরীরের ওপর প্রভাব ফেলছে, যার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং জ্বরসহ নানা রোগের সংক্রমণ ঘটছে।
ঋতু পরিবর্তনের এই সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যথাযথ সতর্কতা ও যত্ন নিলে সহজেই এই জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বিডি প্রতিদিন/আরাফাত