সেনাপল্লী হাইস্কুল, ঢাকা ক্যান্টনমেন্টের এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানী ঢাকার কচুক্ষেতে একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিলে স্কুলটির ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনা, বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থী শাহীন মাহমুদ বলেন, আমাদের ব্যাচের সবাই এক সাথে ইফতার করবো, এ লক্ষ্যেই আমরা ইফতার মাহফিলটি আয়োজন করেছি।
অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের আরেকজন সাবেক শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, ইফতার মাহফিলে আমরা আমাদের ব্যাচমেটদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছি তা আমাদের বন্ধুত্বের বন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে করি।
ইফতার মাহফিল ২০২৫ এর সার্বিক বিষয় নিয়ে সেনাপল্লী হাইস্কুলের সাবেক শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, বিগত দুই বছরের ধারাবাহকিতায় চলতি বছরও আমরা সফলতার সাথে ইফতার মাহফিল আয়োজন করতে সক্ষম হয়েছি। সবার সম্মিলিত প্রয়াসেই এ আয়োজনটি সম্ভব হয়েছে এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের বন্ধুদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ