নেপালের পোখরায় ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শুক্রবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: খালেকুজ্জামান খান এসব তথ্য জানান।
তিনি জানান, সম্মেলনে দূরশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে অংশীদারিত্বের ভূমিকা শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং তিনি বলেন, দ্রুত বিকশিত শিক্ষার প্রেক্ষাপটে, অংশীদারিত্ব আঞ্চলিক উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে বিশেষ করে দূরশিক্ষণের মাধ্যমে এর প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে আন্তর্জাতিক সহযোগিতার রূপান্তরকারী শক্তি অন্বেষণ করা হয়েছে।
সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক এবং কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং ড. মোঃ মিজানুর রহমান।
তাছাড়া গত ১৬ ও ১৭ মার্চ দু’দিনব্যাপী নেপালের পোখারা বিশ্ববিদ্যালয়ে ‘‘একাডেমিয়া জেন্ডার ইকুয়ালিটি মূলধারাকরণ প্রকল্পের উদ্বোধনী সভা ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল উক্ত সভায় অংশগ্রহণ করেন এবং কার্যকর ভূমিকা রাখেন।
বিডি প্রতিদিন/এএ