শিক্ষা ও গবেষণাখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.অমল চন্দ্র পালের আমন্ত্রণে কলেজ পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন ডা.অমল চন্দ্র।
পরে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মেডিকেল কলেজের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ যৌথভাবে চিকিৎসা ও গবেষণা খাতে কাজের ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা করেন।
কলেজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ