রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’ শুরু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে টিএসসিসি মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে সায়েন্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সামনে আরও ভালো ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করি।
এই বছর ফিয়েস্টায় ১৩টি সেগমেন্ট রয়েছে। এদের মধ্যে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, চেজ কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এআই-বেজড বিজনেস আইডিয়া কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন এবং সায়েন্টিফিক ডিবেট উল্লেখযোগ্য। দর্শনার্থীদের ও অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত রয়েছে বিভিন্ন গেম সেগমেন্ট এবং বোম্বে সুইটসের ফ্রি স্ন্যাকস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ক্লাবের উপদেষ্টামণ্ডলী এবং ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত