বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের বিধবা ইবেদা বেগম। স্বামীর মৃত্যুর পর সমাজে অনেক লাঞ্ছনা-গঞ্জনার সম্মুখীন হয়েছেন। অভাবের তাড়নায় দুমুঠো ভাতের জন্য কতই না কষ্ট সহ্য করেছেন। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম নিজেকে ও সন্তানকে বাঁচিয়ে রেখেছেন।
এভাবেই তাঁর জীবনের ২০টি বছর কেটে যায়। তিনি ভাবতে থাকেন কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন। স্বপ্ন ছিল একটি সেলাই মেশিন কিনে আয় করবেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এমন সময় গ্রামেই সেলাই প্রশিক্ষণের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
সেখানে সমাজের পিছিয়ে পড়া অনেক নারীকে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যোগাযোগ করে সেখানে ভর্তি হন। বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বিনা মূল্যে সেলাই মেশিন পান তিনি।
ঠিক তখন থেকেই নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন দেখেন ইবেদা। ইবেদা বেগম বলেন, ‘আমার অভাব-অনটনের সংসারে আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা গ্রুপ। সন্তানকে পড়াশোনা করানোসহ পরিবারের খরচ জোগাবে এই সেলাই মেশিন। এটিই এখন আমার বেঁচে থাকার অবলম্বন। সেলাইয়ের কাজ করে আয়-রোজগার করতে পারব।
অভাব, কষ্ট থাকবে না। সচ্ছলতা ফিরবে সংসারে। বসুন্ধরা গ্রুপ আমার ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছে। নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি। আমি বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানসহ সবার প্রতি কৃতজ্ঞ।’