বাংলাদেশের গণমাধ্যমে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের ঝালকাঠি জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদারের সঞ্চালনায় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা জজ কোর্টের পিপি আ্যাড. মাহেব হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাড. আককাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফয়সাল খান (এপিপি), ঝালকাঠি প্রেসক্লাবের অ্যাড. আসম মাহমুদুর রহমান পারভেজ ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন।
বক্তারা বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রশংসা করেন এবং সংবাদপত্রটির নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান। তারা দেশে ও দেশের বাইরে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষ করে জুলাই-আগস্টের বিপ্লবের সময় মিডিয়ার ভূমিকা স্মরণ করেন। এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের স্বার্থে সংবাদপত্রের অবদানের কথা তুলে ধরেন এবং এর মতো আরও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ প্রতিদিন পাঠক প্রিয়তায় শীর্ষ অবস্থানে থাকায় এ সাফল্য অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।