এসি চালিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল বেশি আসে। কয়েকটা সহজ উপায় মেনে চললে যেমন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তেমনই বিদ্যুৎ বিলও কম আসবে।
জেনে নিন কয়েকটি উপায়-
এসির ব্যবহার : বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখা উচিত। তাহলে ঘর ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিলও কম আসবে। অনেকে বলতে পারেন, ২৬ ডিগ্রিতে কী আর ঘর তেমন ঠান্ডা হবে? এজন্যই এসির সঙ্গে পাখা চালাতেও বলা হয়। ঠান্ডা বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। এসির ওপরেও অতিরিক্ত চাপ পড়বে না।
নিয়মিত এসি পরিষ্কার : নিয়মিত এসি পরিষ্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। ধুলো জমলে এসির কুলিং ক্ষমতা কমে যায়। ফলে বেশি সময় চালাতে হয়। বিদ্যুৎ বিলও বেশি আসে।
সঠিক মোড ব্যবহার : এয়ার কন্ডিশনারে অনেকগুলো মোড রয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের এসিতে আপনি ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড পাবেন। এসব মোড বিভিন্ন অবস্থা এবং আবহাওয়ার তারতম্য অনুযায়ী সেট করা হয়। এ মোডগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিল বৃদ্ধিও অনায়াসে রোধ করা যায়। এয়ার কন্ডিশনারটি অটো মোডে সেট করার সঙ্গে সঙ্গে এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোডও চালু হয়ে যায়।