চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক পাকিস্তান। এই হারে খাদের কিনারে পৌঁছে যাওয়া পাকিস্তানের জন্য মহাবিপদ হয়ে হাজির হয়েছে চোট। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন ফখর জামান। এমন খবরই দিয়েছে পাকিস্তান ও ভারতের গণমাধ্যমগুলো।
পাকিস্তান ও ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে দলের সঙ্গে দুবাই যাচ্ছেন না ফখর জামান। তার বদলে স্কোয়াডে ডাক পেতে চলেছেন ইমাম-উল হক, যিনি ২০২৩ সালের অক্টোবরে চেন্নাইয়ে পাকিস্তানের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেছিলেন।
বুকের পেশির ব্যথায় ভুগছেন ফখর জামান। গতকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছিলেন। এই আঘাতের কারণে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাকে। ম্যাচের বেশিরভাগ সময় ফিল্ডিং করতে পারেননি এই ওপেনার। এমনকি পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ও বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামেননি ফখর। দলের বিপর্যয়ের সময় ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
তবে ব্যাট হাতেও স্বচ্ছন্দ ছিলেন না ফখর। ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বলে ৪ চারে ২৪ রান করেই আউট হয়ে গিয়েছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগেই পাকিস্তান হারিয়েছিল তাদের নতুন তারকা সাইম আইয়ুবকে। অ্যাঙ্কেল ইনজুরিতে সাইম ছিটকে যাওয়ায় এমনিতেই বেকায়দায় ছিল স্বাগতিকরা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগে ফখরের ইনজুরি তাদের সমস্যার আরও গভীর ফাঁদে ফেলে দিল।
দীর্ঘদিন দলের বাইরে থাকা ইমাম-উল হক সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে খেলেছেন। সে ম্যাচে ৯৪ বলে ৯৮ রানের ইনিংস খেলেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ফখরের বাদ পড়া বা তার বদলি হিসেবে ইমাম-উল হকের ডাক পাওয়ার বিষয়ে কিছুই জানায়নি। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছে গণমাধ্যম।
বিডি প্রতিদিন/মুসা