ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহাসড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ৮টার দিকে মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে ধীরে ধীরে সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
উপজেলার তালমা মোড়ের মিজানুর রহমান বলেন, আমি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ভিড় দেখে সেখানে গিয়ে পড়ে থাকা ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পাই। জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি নগরকান্দা থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ