বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে টানা সাত ম্যাচে হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে ছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ ম্যাচেও বাজে পারফরম্যান্সের কারণে ৯৬ রানের বড় ব্যবধানে চিটাগং কিংসের কাছে হেরেছে দলটি। তবে মাঠের ব্যর্থতার চেয়েও বড় আলোচনা তৈরি হয়েছে দলের অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে।
গতকাল মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে চিটাগং। দলের হয়ে ফিফটি করেন খাজা নাফি ও মোহাম্মদ মিঠুন। জবাবে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ মাহমুদ ইমন। তিনি বলেন, "শুরুটা আমাদের প্রত্যাশা মতো হয়েছিল। তবে মূল খেলোয়াড়দের পারফরম্যান্স ওঠানামা করায় দল ভালো অবস্থানে যেতে পারেনি। এটা আমাদের প্রথম বিপিএল, অভিজ্ঞতা থেকেই শিখতে হবে।"
জাতীয় দলের দুই ক্রিকেটার জাকির হাসান ও জাকের আলী অনিকের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন কোচ। তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে। তারা ধারাবাহিক পারফর্ম করলে দল ও নিজেরাও উপকৃত হতো।"
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ। এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে মাহমুদ ইমন বলেন, "এটা তদন্ত সাপেক্ষ বিষয়। তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগই ব্যবস্থা নেবে।"
ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন ইমন। তবে দল মালিকপক্ষের সমর্থনের প্রশংসা করে বলেন, "ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের পাশে ছিল, অনুপ্রেরণা দিয়েছে। দুর্ভাগ্যবশত আমরা ভালো ফল আনতে পারিনি।"
বিডি প্রতিদিন/আশিক