গোলাম রব্বানী ছোটন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেকের ধারণা ছিল তিনি নারী দলের প্রশিক্ষকের দায়িত্ব ফিরে পাবেন। না, সাফজয়ী কোচ পিটার বাটলারই থাকছেন দায়িত্বে। জানা গেছে, আপাতত তার সঙ্গে এক বছরের চুক্তি করা হবে। এ সময়ে তিনি নারী জাতীয় ও বয়সভিত্তিক দলকে প্রশিক্ষণ দেবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাটলারের মেয়াদ থাকলেও ভালোমানের কোচের সন্ধান না পাওয়ায় ইংলিশ কোচকেই রেখে দেওয়া হচ্ছে। তবে নারী দলের সিনিয়র ফুটবলারদের আপত্তি ছিল বাটলারকে ঘিরে। গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে অনেকে কোচের সঙ্গে তর্কেও জড়িয়ে ছিলেন। কোনো কোনো ফুটবলার কোচ পরিবর্তনের কথাও বলেছিলেন।
যাক বাফুফে আর পরিবর্তনের কথা ভাবছেন না। বিশেষ করে সভাপতি তাবিথ আউয়ালই চাচ্ছিলেন বাটলারই দায়িত্বে থাকুক। তাই সাবিনাদের এখন ইংলিশ কোচের অধীনে অনুশীলন করতে হবে। বাটলারকে রেখে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে অর্থ। নতুন বিদেশি কোচ আনলে বেতন বেশি দিতে হবে। এ ক্ষেত্রে বাটলারের চাহিদা কম। নারী ফুটবলারদের কেউ কেউ চেয়েছিলেন ছোটনকে ফিরিয়ে আনতে। যেহেতু ছোটন পদত্যাগ করে দায়িত্ব ছেড়েছেন। তাই তার ব্যাপারে আগ্রহ দেখায়নি বাফুফে। ছোটন ফুটবল ডেভেলপমেন্টে কাজ করবেন।