কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কর্মকর্তা। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরের শুরুতে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
দায়িত্ব গ্রহণের সাত মাস পর নতুন তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল গতকাল কুমিল্লা সেনানিবাস এলাকার ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তনুর ভাই মো. রুবেল হোসেন জানান, তাঁরা কোনো একটি মামলাসংক্রান্ত কাজে হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে ক্যান্টনমেন্ট আসার পর আমার বাবাকে ফোন করেছিলেন। তাঁরা ঘটনাস্থলে গিয়েছেন বলে শুনেছি। তিনি আরও জানান, সর্বশেষ দুই বছর আগে আমাদের পরিবারের সঙ্গে কোনো কর্মকর্তা কথা বলেছিলেন। এরপর গতকালই নতুন কর্মকর্তার সঙ্গে পরিবারের কোনো সদস্যের কথা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সাত মাস আগে মামলাটির দায়িত্ব গ্রহণ করা হলেও বিভিন্ন কারণে ঘটনাস্থল পরিদর্শনে আসা হয়নি। গতকাল ঢাকা থেকে পিবিআইয়ের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এটা মামলার তদন্তের নিয়মিত কার্যক্রমের একটি অংশ।