চীনের হুনান প্রদেশে একটি ছোট ফেরি ও নৌকার সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও ৫ জন নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হুনান প্রদেশের ইউয়ানশুই নদীতে এই দুর্ঘটনা ঘটে। তেল পরিষ্কার করা একটি নৌকার সঙ্গে ফেরির সংঘর্ষে ফেরিটি ডুবে যায়। এতে ফেরি ও নৌকা থেকে ১৯ জন পানিতে পড়ে যান। ওই দিন তিনজনকে উদ্ধার করা হয়, জানিয়েছে সিনহুয়া।
দুর্ঘটনাটি এমন এক জায়গায় ঘটে, যেখানে নদীর গভীরতা ৬০ মিটার (২০০ ফুট) এবং প্রস্থ ৫০০ মিটার (১,৬০০ ফুট)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উদ্ধারকারী দল ফেরিটি উদ্ধার করতে সক্ষম হয়, তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
একজন উদ্ধারপ্রাপ্তের স্বজন জানান, তিনি পা দিয়ে জানালা ভেঙে ফেরি থেকে বেরিয়ে আসেন। তাদের গ্রাম থেকে আসা-যাওয়ার প্রধান পথ ছিল ওই ফেরি।
দুর্ঘটনার পাঁচদিন পরও পাঁচজন নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে অভিযান চলছে। তবে নদীর তীব্র স্রোত অনুসন্ধানে বাধা সৃষ্টি করছে।
বিডি প্রতিদিন/মুসা