বয়স মাত্র ১৯ বছর। যে বয়সে ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবেন সেই পরিকল্পনা থাকার কথা। কিন্তু মোসাম্মাৎ মীম আক্তারের ভাবনায় অন্য কিছু। মাত্র ১৯ বছর বয়সে বিধবা মীমের চিন্তা কন্যাকে নিয়ে বেঁচে থাকার। একমাত্র কন্যা মিথিলা ইসলাম রোজা গর্ভে থাকা অবস্থায় তার স্বামী আল আমিন রনি ১৯ জুলাই বিকালে মহাখালীতে গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বানারীপাড়া উপজেলার পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে রনি মহাখালীতে একটি ওয়ার্কশপ ও পার্টটাইম খাদ্যপণ্য দ্রব্যে ডেলিভারির কাজ করতেন। স্ত্রী, বিধবা মা ও ভাইবোন নিয়ে মহাখালী সাত তলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন মীম। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চাখার গ্রামের বাবার বাড়িতে থাকেন তিনি। একটি চাকরির জন্য পাঁচ মাস বয়সি কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন বানারীপাড়া উপজেলার চাখার বাজারের একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন তিনি। বৃহস্পতিবার সেখানে প্রশিক্ষণ নিতে আসার পর কথা হয় মীমের সঙ্গে। তিনি জানান, পাঁচ মাস বয়সি সন্তান ঘরে একা রেখে আসা যায় না। তাই প্রতিদিন সন্তানকে সঙ্গে নিয়ে আসেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণ নেন। তিনি কন্যাকে নিয়ে সেন্টারে থাকেন। মীম বলেন, বাবা কামাল হোসেন মাঝি চাখার বাজারের ক্ষুদ্র মাছ বিক্রেতা। তার ছোট আরও দুই ভাইবোন রয়েছে। বাবার একার পক্ষে তো সংসার চালানো সম্ভব নয়। নিজের খরচ নিজে চালানোর জন্য চাকরির প্রয়োজন। তাই কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। এইচএসসি পাস করা মীমের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার লক্ষ্য রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাদের পরিবার থেকে দুই তিনবার খোঁজখবর নিয়েছিল। কন্যার জন্মের পর একবার দেখতে এসেছিল। কিন্তু কন্যার জন্য কিছু করে না। মীম বলেন, ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জামায়াতের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সহায়তার চেয়ে একটি স্থায়ী চাকরি জরুরি। নিজে স্বাবলম্বী হয়ে কন্যাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান মীম। জীবনে কোনো ঈদের আনন্দ বাবার সঙ্গে উপভোগ করতে পারবে না কন্যা রোজা। এ কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয় জানিয়ে মীম হয়তো স্বামী বেঁচে থাকলে তাকে ও কন্যাকে নিয়ে আনন্দ করতেন এই ঈদে। সেটা থেকে বঞ্চিত হবেন তিনি ও কন্যা।
শিরোনাম
- ইয়াশ-তিশা জুটির ঈদের নাটক ‘খুশি’
- শৈশবের স্মৃতি আমরা ভুলে যাই, কী বলছে গবেষণা?
- ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে আর স্থান না পায়: কাদের গণি চৌধুরী
- মারা গেলেন তিনবার গোল্ডেন গ্লোবজয়ী রিচার্ড চেম্বারলেইন
- ঈদের দিন ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
- মুম্বাইয়ের কাছে পাত্তাই পেল না কলকাতা
- চাঁদা না দেওয়ায় ২ভাইকে হত্যা, পুলিশ বলছে চোর সন্দেহে গনধোলাই
- বড় ধাক্কা খেল সালমানের ‘সিকান্দার’, প্রথম দিনে হতাশাজনক আয়
- মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
- ওয়ানডের পর টি-টোয়েন্টির দায়িত্বেও হোপ
- ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পরিচালক, মহাকুম্ভের মোনালিসাকে নিয়ে সিনেমা স্থগিত
- এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
- ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা
- ঈদের খুশি ছড়িয়ে দিতে গলাচিপায় অসহায় নারীদের শাড়ি দিলো শুভসংঘ
- মানিকগঞ্জে বিনোদনকেন্দ্রের দাবি জোরালো হচ্ছে
- বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- মিশ্রার ১৭ বছর পর স্টার্ক
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- বগুড়ায় শহীদ রাতুল ও সিয়ামের পরিবারের পাশে তারেক রহমান
- অসহায়দের পাশে শুভসংঘ, দিনাজপুরে ঈদ উপলক্ষে খাবার বিতরণ
বরিশাল
বাবাহীন শিশু রোজার ঈদ
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর