পোশাকশ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, ঈদ বোনাস এবং ছুটির টাকার দাবিতে গতকালও গাজীপুর ও শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এদিকে পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গ্লোবাস কারখানায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার কালিয়াকৈরের মৌচাক এলাকায় অবস্থিত গ্লোবাস ফ্যাশন লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে মারধর করেন এক কর্মকর্তা। এ ঘটনায় পরের দিন রবিবার শ্রমিকরা কারখানায় গিয়ে এর প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করেন এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করে আহত করেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে গত সোমবার ও মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে কর্তৃপক্ষ একটি নোটিস টাঙিয়ে দেয়। ওই নোটিসে বলা হয়- শ্রম আইনের ১৬ ধারা অনুযায়ী বুধবার (১২ মার্চ) থেকে গ্লোবাস কারখানা লে অফ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। নোটিসে এ ঘোষণার পরেই গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে যান চলাচৃল বিঘ্নিত হলে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কটি ব্যবহারকারী গণপরিবহনের যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ত্যাগ করতে অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা গতকালও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে খানটেক্স ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মাওনা ইউনিয়ন এলাকায় অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
শ্রমিক নিহতের জের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় শ্রমিকদের দাবিপূরণের আশ্বাস দেওয়া হলে দুপুর সোয়া ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। স্বাভাবিক হয় যান চলাচল। নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার সুইং সেকশনের অপারেটর ছিলেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বরচর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী তামান্না বাঘের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।