দেশে সামরিক শাসন জারির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। সর্বসম্মতিক্রমে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসন বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালতের বিচারকদের প্যানেল। গতকাল স্থানীয় সময় সকাল ১১টার দিকে আদালত এই রায় দেন। এর অর্থ হলো এখন আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্টের পদ থেকে তাকে অপসারণ করা হচ্ছে। এ রায়ের মধ্য দিয়ে ইউনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হলেও দেশটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী সোলের রাস্তায় ইউনপন্থি ও বিরোধী হাজারো বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। খবর বিবিসির
এদিকে দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, দেশটির অ্যাকটিং বা কার্যনির্বাহী প্রেসিডেন্ট হ্যান ডাক-স্যু জননিরাপত্তা বজায় রাখার জন্য একটি জরুরি আদেশ জারি করেছেন।