প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। যদি দেশের স্বার্থসংশ্লিষ্ট আলোচনা হয়, তবে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না। হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে। এ ছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কীসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে,’ যোগ করে বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, নানা রকম কথা বলা হচ্ছে। কিন্তু এ সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এ সরকারের কী করার আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন। সেখানে ড. ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই।
‘কচুবাগানে শূকরের উপদ্রব শুরু হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘জারজ মিল্টন গালি দিয়েছে আব্বাসকে, সেটা সমর্থন দিয়েছে পিনাকী। জঘন্য ভাষায় গালি দেওয়া কোনো ভদ্রলোকের মানায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকীরা সবাইকে ধরবে, ড. ইউনূসকেও তারা ধরবে। যারা ভারতকে ভালোবাসে, তারাই বাংলাদেশকে ভালো থাকতে দেবে না। তারা দেশের কোনো সরকারকে কখনোই স্থিতিশীল থাকতে দেবে না। মির্জা আব্বাস বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে কোনো, সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে থাকবে, তা মেনে নেওয়া হবে না।