শেষ হলো বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলন। ৩ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গীদের নিয়ে সম্মেলনে যোগ দেন। বিভিন্ন দিক দিয়ে এবারের সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
গতকাল সম্মেলনের শেষ দিনে আগামী দুই বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। সম্মেলনে কয়েকটি আঞ্চলিক সহযোগিতা চুক্তি ও দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল স্থানীয় সময় রাত পৌনে ৯টায় বাংলাদেশের উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেন অধ্যাপক ইউনূস। তাকে বিমানবন্দরে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী। এ ছাড়া সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে, থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তামন্ত্রী ভারাউত শিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট থাইল্যান্ডের মন্ত্রী জিরাপরন সিন্দোপারীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সফরের প্রথম দিনে ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। ওই দিন রাতে থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিমসটেকের অফিসিয়াল ডিনারে অংশ নেন।
বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক : গতকাল সকালে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও চৌলালংকর্র্ন ইউনিভার্সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট সুরাকিয়ার্ট সাথিরাথাই, এফএমসিএ ফাউন্ডেশনের চেয়ারম্যান অরমিডা সালসিয়াসহ ১৯ জন রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা, ব্যাংকার, সাংবাদিক ও সংস্থাপ্রধান অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আসিয়ানের সদস্য পদের জন্য থাইল্যান্ডের সমর্থন কামনা করেন।
দুর্নীতি প্রতিরোধে সহযোগী বাংলাদেশ-থাইল্যান্ড : দুর্নীতি প্রতিরোধ ও দমনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশন (এনএসিসি) একটি সমঝোতা স্মারক সই করেছে। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও এনএসিসি প্রেসিডেন্ট সুচার্ত ত্রাকুলকাসেমসুক নিজ নিজ সংস্থার পক্ষে স্মারকে সই করেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর : বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার টেকসই ও স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন’ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
থাই প্রধানমন্ত্রীকে ভিসা সহজ করার আহ্বান : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশিরা থাইল্যান্ডে চিকিৎসা নিতে গিয়ে ভিসা পেতে জটিলতার মুখে পড়েন। ঢাকাস্থ থাই দূতাবাসের সক্ষমতা সীমিত হওয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়। থাই প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেন। প্রধান উপদেষ্টা একটি দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তির জন্য যৌথ সম্ভাব্যতা যাচাই শুরু করার প্রস্তাব দেন। তিনি থাই কোম্পানিগুলোকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বাংলাদেশ থাইল্যান্ড-ভারত-মিয়ানমার ত্রিপক্ষীয় সড়ক প্রকল্পে অংশ নিতে আগ্রহী বলেও জানান।
আলোচনায় রোহিঙ্গা ইস্যু : বিমসটেক সম্মেলনে দেওয়া বক্তব্যে রোহিঙ্গাসংকট সমাধানে সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল সম্মেলনের ফাঁকে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ-এর দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। তালিকাভুক্ত বাকি সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।
চুরি যাওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা কামনা : সম্মেলনের ফাঁকে গতকাল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চুরি যাওয়া অর্থ উদ্ধারে তার দেশের প্রচেষ্টার কথা বর্ণনা করে জানান, শ্রীলঙ্কার সংসদ পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি নতুন আইন অনুমোদন করেছে। ড. ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি ডলার ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন কামনা করেন।
বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে ভুটান : দ্বিপক্ষীয় বৈঠকে ড. ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিংকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ শীর্ষ সম্মেলনে ভুটানের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেরিং বলেন, ভুটানের বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য কারখানায় বিনিয়োগ করবে এবং এই অঞ্চলের দেশগুলোতে পণ্য রপ্তানি করবে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চাইলে প্রধান উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিমসটেক সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২ এপ্রিল শুরু হয়ে গতকাল শেষ হয়।