বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে তাঁর নিজেরই সুর করা দুটি নতুন গান প্রকাশ পেয়েছে। দুটি গানই তাঁর ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’তে প্রকাশিত হয়েছে বলে জানান তিনি। গান দুটি হচ্ছে ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ ও ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’। প্রথম গানটি লিখেছেন ফারজানা রহমান ও দ্বিতীয় গানটি লিখেছেন ইলা মজিদ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন সজীব দাস। ফাহমিদা নবী জানান, দুটি গানই পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তাঁর নিজের জীবনের প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গান নিয়ে কাজের ব্যস্ততা না থাকলে তিনি প্রতিদিনই বইমেলায় যেতেন। কিন্তু সামনে আরও নতুন কিছু গান আসবে, সেগুলো নিয়েও আছে ব্যস্ততা। ফাহমিদা নবী বলেন, ‘ইচ্ছা করে রোজ যেতে; কিন্তু পারি না। তবে আজ দীর্ঘ একটা সময় বইমেলায় থাকব।’