দীর্ঘদিন পর নতুন গান তৈরি করলেন গীতিকার ও সুরকার স্বপন আহসান। তাঁর কথা ও সুরে জনপ্রিয় সব কণ্ঠশিল্পীর কণ্ঠে ধারণ হলো একডজন নতুন গান। স্বপন আহসানের কথা ও সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, মনির খান, প্রতীক হাসান, মাহতিম সাকিব, সালমা, নাসির, কামরুজ্জামান রাব্বি এবং নোলক বাবু। এ তালিকার একাধিক গান এরই মধ্যে প্রিয়ভিশন টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বাকি গানগুলো একই ব্যানারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। নিজের ফিরে আসা প্রসঙ্গে স্বপন আহসান বলেন, ‘আসলে ক্যাসেট-সিডি যুগের অবসান এবং অনলাইন বিবর্তনের পর আমি কীভাবে যেন গান থেকে দূরে সরে যাই। এখন যেহেতু ফিরেছি, নিয়মিত গান করার ইচ্ছা রয়েছে।’ উল্লেখ্য, গানগুলো ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিকসহ বিশ্বের সব স্ট্রিমিং প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। এছাড়াও স্বপন আহসানের কথা ও সুরে গান গেয়েছেন আসিফ আকবর, ইমরান, পরশি, কনা, নির্ঝর, মমতাজ, বেলাল খান, লুৎফর হাসান, এফ এ সুমন প্রমুখ।