থ্রিলার, সাসপেন্স ঘরানার ফিকশন ‘মেঘমালা দ্বীপ এ রহস্য’ নিয়ে আসছেন মুস্তাফা তারিক হাদী। রোমান্টিকতায় ভরপুর এ কনটেন্টটি। জানা যায়, ভালোবাসা দিবস কেন্দ্র করে টেকনাফের শাহপরীর দ্বীপের মনোরম দৃশ্যে চিত্রায়িত হয়েছে ‘মেঘমালা দ্বীপ এ রহস্য’। এটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। আরও রয়েছেন রুকাইয়া জাহান চমক, জোনায়েদ বোগদাদী, ফেরদৌসী তানভীর ইচ্ছা, সৈকত ইসলাম, নিধীকা জাকিয়া, মৃন্ময় অমিত, রাফী জামান, সাগর মৈত্রী, আতিক পিয়াল, পরাগ, অথৈ বাড়ৈ প্রমুখ। এটি মুনলাইট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।