দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় পর ঢাকাই চলচ্চিত্রে যেন একনায়কতন্ত্র কাটছে। নায়ক শাকিব খানের একচ্ছত্র আধিপত্যের দুর্গে হানা দিয়েছেন নতুন নায়করা। এবারের ঈদের ছবিতে এ দৃশ্যই সিনেমা হলগুলোতে বেশি করে ফুটে উঠেছে। একসময় একটি প্রবাদ থিতু হয়ে দাঁড়িয়েছিল- শাকিবের ছবি ছাড়া সিনেমা হল অচল। কিন্তু গত কয়েক বছর ধরে এ প্রবাদ ধীরে ধীরে মিথ্যা হতে শুরু করেছে। যেমন ২০২২ সালে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, ইয়াশ, ‘হাওয়া’ ছবিতে শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, ‘শান’ ছবিতে সিয়াম, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছ্িবতে বাপ্পী, ‘তালাশ’ ছবিতে আদর আজাদ, ‘সাইকো’ ছবিতে রোশান, ‘লাইভ’ ছবিতে সাইমন, ‘বীরত্ব’ ছবিতে ইমন, ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে সিয়াম, রোশান, ‘বিউটি সার্কাস’ ছবিতে তৌকির আহমেদ। ২০২৩ সালে ‘লোকাল’ ছবিতে আদর আজাদ, ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো, ‘ক্যাসিনো’ ছবিতে নিরব, ‘প্রহেলিকা’ ছবিতে মাহফুজ আহমেদ। ২০২৪ সালে ‘ওমর’, ‘দেয়ালের দেশ’ ও ‘কাজলরেখা’ ছবিতে শরীফুল রাজ, ‘হুব্বা’ ছবিতে মোশাররফ করিম। ২০২৫ সালে ‘বলী’ ছবিতে নাসিরউদ্দীন, ‘মেকাপ’ ছবিতে তারিক আনাম খান প্রমুখ নায়কের অভিনয় দর্শক সাদরে গ্রহণ করেছে। আর এ দর্শক গ্রহণযোগ্যতার চূড়ান্ত রূপ দেখা গেল এবারের ঈদে। এ ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ ছবিতে অভিনেতা সিয়াম আহমেদের মর্মস্পর্শী ও দুর্দান্ত অভিনয় দেখে সর্বস্তরের দর্শক কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরিয়েছে। তারা জানিয়েছে, সিয়ামের অনবদ্য অভিনয়ের কথা। শুধু সিয়ামের অভিনয় দেখার জন্য দর্শক বারবার ছুটে যাচ্ছে সিনেমা হলে ‘জংলি’ ছবিটি দেখতে। একই চিত্র আফরান নিশোর ‘দাগি’ ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। নিশো ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’র মতো এবারের ঈদে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘দাগি’তে আরও কয়েক ধাপ এগিয়ে অসাধারণ অভিনয় কারিশমা দেখিয়ে দর্শক হৃদয়ে সুপার-ডুপার চলচ্চিত্র অভিনেতার অবস্থান গড়ে নিয়েছেন। মোশাররফ করিম তাঁর জাত অভিনয় দেখিয়েছেন ‘চক্কর-৩০২’ ছবিতে। আর শাকিবকে ছাপিয়ে এ অভিনেতাদের বড় পর্দায় জ্বলে ওঠার ক্ষেত্রে যেসব নির্মাতা তারকা গড়ার দক্ষ কারিগর হয়ে উঠেছেন বলতে গেলে তারা চলচ্চিত্র নির্মাণে সবাই প্রায় নবীন। নবীনদের বিশ্বমানের চলচ্চিত্র নিয়ে আধুনিক ধ্যান-ধারণা ও গবেষণার ফলেই এ অসাধ্য সাধন হয়েছে। অর্থাৎ শাকিব খানের একচ্ছত্র আধিপত্যের দুর্গে ফাটল ধরানো সম্ভব হয়েছে এ নবীন নির্মাতাদের নির্মাণ কারিশমায়। শাকিব খানেরও গড়পড়তা অভিনয় দেখতে দেখতে দর্শক যখন প্রায় বিরক্ত হয়ে উঠেছিল তখন তা থেকেও তাকে বের করে এনেছেন চলচ্চিত্র নিয়ে আধুনিক ধ্যান-জ্ঞানসম্পন্ন নবীন নির্মাতারা। এসব নির্মাতার মধ্যে রয়েছেন- হিমেল আশরাফ, রায়হান রাফি, এস এ হক অলিক, মেহেদী হাসান হৃদয় প্রমুখ। অন্য নায়কদের দুর্দান্ত অভিনয় দিয়ে শাকিবের মুখোমুখি দাঁড় করানোর কৃতিত্ব দেখিয়েছেন যেসব নির্মাতা তারা হলেন- শিহাব শাহীন (দাগি), শরাফ আহমেদ জীবন (চক্কর-৩০২), এম এ রাহিম (জংলি), ইকবাল হোসাইন চৌধুরী (বলী), মিশুক মুনির (দেয়ালের দেশ), গিয়াসউদ্দীন সেলিম (কাজলরেখা), দেবাশীষ বিশ্বাস (শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২), মোস্তফা কামাল রাজ (ওমর), সাঈফ চন্দন (লোকাল), চয়নিকা চৌধুরী (প্রহেলিকা), সৈকত নাসির (ক্যাসিনো, তালাশ), রায়হান রাফি (পরাণ), মেজবাউর রহমান সুমন (হাওয়া), দীপংকর দীপেন (অপারেশন সুন্দরবন) ও মাহমুদ দিদার (বিউটি সার্কাস)।
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিল আর্সেনাল
- ‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদী সেই দুই কর্মীকে বরখাস্ত
- গাজায় গণহত্যা: বিশ্বজুড়ে বিক্ষোভ
- ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ
- নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত
- ইন্টারের জয়
- ১১০ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী গ্রেপ্তার
- ১১ জেলেকে অপহরণ আরাকান আর্মির
- দুবলারচরের শুঁটকি মৌসুম শেষ: ৯৯% জেলে লোকসানে বাড়ি ফিরছে
- সিলেট সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ
- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের কর্মসূচি
- ত্বকী হত্যার ১৪৫ মাস: নির্ভুল অভিযোগপত্র পেশের দাবি রাফিউর রাব্বির
- কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর
- রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান
- গাজা ইস্যুতে কায়রোতে মিশর-জর্ডান-ফ্রান্সের যৌথ বিবৃতি
- ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি মেসি সতীর্থ মার্তিনেজের
- কমল স্বর্ণের দাম
- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটে ৪ মামলা, গ্রেপ্তার ৬০
- ইসলামি ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র বিভাগ