একুশ আমার রক্তে মিশে
বাংলা ভাষার ঘ্রাণে
একুশ আমার বিশ্বায়নে
শক্তি জোগায় প্রাণে।
একুশ আমার মনের মাঝে
একতারা সুর তোলে
একুশ আমার বাংলা তরি
সুখ সাগরে দোলে।
একুশ আমার গল্প গানের
হাজার ছন্দ মালা
একুশ আমার মাতৃভাষার
গন্ধরাজের ডালা।
একুশ আমার বাংলা ভাষার
রক্তে আঁকা ছবি
একুশ আমার পুব গগনে
জেগে ওঠা রবি।