আয় রে তোরা জলদি করে
বই মেলাতে যাই,
নতুন ছড়ার বই কিনব
ভূতের গল্প চাই।
ফুল পাখিদের ছবি আঁকা
রং তুলির ছন্দে,
বাহারি রং বইয়ের পাতায়
প্রাণ জুড়াব গন্ধে।
থাকিস না আর ঘরে খোকা
বই কিনতে চল,
মিষ্টি খাব খেলনা কিনব
আমরা কিশোর দল।
বই মেলাতে দোকানগুলো
যেন পাখির ঝাঁক,
দিচ্ছে উঁকি কদিন পরেই
বইমেলার ডাক।