হাতিশালে হাতি থাকে
ঘোড়াশালে ঘোড়া
রাজকুমারে ঘোড়ায় চড়ে
মারলো চাবুক জোড়া।
চাবুক খেয়ে ঘোড়া চুটে
ব্যথায় চিহি ডেকে ওঠে
জীবন বাজি ছুটছে তবু
হায়রে কপাল পোড়া
ছুটতে গিয়ে ধপাস পড়ে
ঠ্যাং হয়ে যায় খোঁড়া।
হাতিশালে হাতি থাকে
ঘোড়াশালে ঘোড়া
রাজকুমারে ঘোড়ায় চড়ে
মারলো চাবুক জোড়া।
চাবুক খেয়ে ঘোড়া চুটে
ব্যথায় চিহি ডেকে ওঠে
জীবন বাজি ছুটছে তবু
হায়রে কপাল পোড়া
ছুটতে গিয়ে ধপাস পড়ে
ঠ্যাং হয়ে যায় খোঁড়া।