একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উত্ত্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহবায়ক মো. আবু রায়হান, এবং কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব এম. রুবেল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, জেলাজুড়ে সকল শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি এবং স্বায়ত্বশাসিত সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক