মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা ‘গড়ব আমরা সুবর্ণ ইতিহাস’ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার সকালে গাইবান্ধা পৌর পার্কের পুকুর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে একুশের গান, কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৮টায়। অনুষ্ঠানে আলোচনা করেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান।
প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইনজীবী-রাজনীতিক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গোলাম রব্বানী মুসা প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মনির হোসেন সুইট, মেঘলীনা দ্যুতি ও সোহেল রানা। এতে একঝাঁক ক্ষুদে শিল্পী ছড়া ও কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানে শিশু-কিশোরদের স্বরচিত ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল