কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন আসামি রাজিব শেখ তার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা