মাদক পাচার যেন থামছেই না। মিলছে হাত বাড়ালেই। সংশ্লিষ্ট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইয়াবাসহ নানা মাদক পাচার। অভিনব কায়দায় স্থল ও জলপথে কক্সবাজারে ঢুকছে মাদক। এখান থেকে নানা কায়দায় ছড়িয়ে পড়ছে সারা দেশে। এক সপ্তাহে র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। আটক করা হয়েছে ৭ রোহিঙ্গা, দুই নারীসহ ২১ মাদক কারবারিকে। গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) বলেন, মাদকের কোনো চালান যাতে দেশে ঢুকে অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য বিজিবি সদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাাদের কঠোর অবস্থান চলমান থাকবে। সূত্র জানায়, ‘পেটে ইয়াবা বহন’ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১১ ফেব্রুয়ারি কক্সবাজার বিমানবন্দরে উম্মে জামিলা (২৫) ও উম্মে হাবিবা (২০) নামে দুই বোনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪ হাজার ইয়াবা। ২৬ ফেব্রুয়ারি টেকনাফের সদর ইউনিয়নের ছোট হাবিবছড়া জিয়াবুলের বসতবাড়িতে তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ একই এলাকার রশিদেও ছেলে আবদুল আমিন (১৯) এবং মৃত মোহাম্মদ ইসমাঈলের ছেলে মো. সোলেমান হোসেনকে (২৩) আটক করা হয়। একই দিন সন্ধ্যায় মেরিন ড্রাইভের হিমছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ১০ হাজার ইয়াবাসহ গাজীপুরের পশ্চিম টঙ্গী হাজীনগর এলাকার ইসলামের স্ত্রী মিনারা আক্তার (২৫) ও একই এলাকার মো. আরিফের স্ত্রী লায়লীকে (৩২) আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ২ লাখ ৬ হাজার টাকাও উদ্ধার করা হয়। ২০ ফেব্রুয়ারি নাফ নদে কোস্টগার্ড ও র্যাবের অভিযানে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় পাচারকালে ২ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। তারা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আবদুর রহমান (৪৫)। ২৪ ফেব্রুয়ারি সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি শফি (১৭), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মন্জুর আলমকে (৩০) আটক করা হয়। একই দিন সাবরাং খুরের মুখ এলাকা থেকে কাঠের নৌকা তল্লাশি করে বস্তাভর্তি ২ লাখ ইয়াবা জব্দ করা হয়। ২৩ ফেব্রুয়ারি টেকনাফের হ্নীলা থেকে ৮০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করে র্যাব। তারা হলেন- টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আবদুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আবদুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)। ২৫ ফেব্রুয়ারি টেকনাফের মীর্জাজোরা থেকে নাফ নদের তীরে কেওড়া জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ২৬ ফেব্রুয়ারি ভোরে উখিয়ার পালংখালীর নলবুনিয়া থেকে ১০ হাজার ইয়াবাসহ আয়ুবুল ইসলাম (৩৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার কওে ৩৪ বিজিবি।
শিরোনাম
- ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ
- প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২
- ৮ দিন পর আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজের আহ্বান উপদেষ্টার
- সীমান্তে বিজিবি'র অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
- ইসরায়েল সফরে গিয়ে অপমানিত দুই ব্রিটিশ নারী এমপি
- আইপিএলে ফিরতে প্রস্তুত বুমরাহ!
- এফবিজেএ'র নতুন কমিটি
- দুই দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
- বিয়েবাড়ির গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙলো বিয়ে
- ডায়াবেটিস রোগীদের আতঙ্ক
- দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি
- ‘গৃহকর্ত্রীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে ফেসবুকে ন্যান্সি
- ১৭ হাজার শিশুর রক্তে রঞ্জিত গাজা, অনাথ ৩৯ হাজারের বেশি
- ফটিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গণধোলাই
- ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
- টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার
- যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচার
- বিচার চেয়ে থানায় বৃদ্ধা, ‘ভিক্ষা করে কেনা মুরগি মেরে দিল কারা?’
কক্সবাজার
মাদক পাচার চলছেই
♦ এক সপ্তাহে আটক ২১ ♦ জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা হেরোইন, গাঁজা ♦ ছড়িয়ে পড়ছে সারা দেশে
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর