ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বালবাহী ট্রেন থেকে ৫৭ কেজি গাঁজা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে। স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কনটেইনারের ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি লোডেড ওয়াগনে পলিথিনে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের চারটি বস্তায় গাঁজা পাওয়া যায়। রফিকুল ইসলাম বলেন, ট্রেনের বগির নিচে বিশেষ কৌশলে গাঁজাগুলো রাখা ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।