মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লার (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর গতকাল এ রায় ঘোষণা করেন। রুবেল শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার শমসের মোল্লার ছেলে। মামলার পর থেকে তিনি জেলহাজতে ছিলেন। ২০১৭ সালের ১০ অক্টোবর রাতে রুবেল মোল্লা মায়ের কাছে খাবার চান। মায়ের দেওয়া খাবারে সন্তুষ্ট না হওয়ায় হাতের প্লেট ছুড়ে ফেলেন তিনি। মা নুরজাহান বেগম পুনরায় তাকে খাবার দিলে রুবেল লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। তিনি পড়ে গেলে পুনরায় আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই মারা যান নুরজাহান বেগম। আশপাশের লোকজন তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।