সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মী ও নিহতের স্বজনরা। শিমুল হত্যার অষ্টম মৃত্যুবার্ষিকীতে গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবে আলোচনা সভায় তারা এ ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া শাহজাদপুর প্রেস ক্লাবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাব চত্বরে এম এ জাফর লিটনের সভাপতিত্বে বক্তৃতা করেন, আল আমিন হোসেন, বিমল কুন্ডু, রাসেল সরকার প্রমুখ। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে মারা যান শিমুল।