আদালতে হাজিরা দিতে এসে কারাগারে গেলেন নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মী। ৫ আগস্ট পরবর্তী একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে এলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক। গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৪ সালে মদন উপজেলার চাঁচগাঁও চকপাড়া গ্রামের শামছুল হক বাদী হয়ে মদন থানায় একটি মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এই মামলায় ৩৯ জন আসামির মধ্যে ২৮ জন গতকাল দুপুরে জামিন আবেদন নিয়ে হাজিরা দিতে এসেছিলেন। বিচারক মামলার পর্যালোচনা শেষে সবার জামিন নামঞ্জুর করেন।