বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা যুবক মিলাদ হোসেন। ভালো বেতনে সৌদি আরবে চাকরি দেওয়ার প্রলোভন দেন সৌদি প্রবাসী এক দালাল। এজন্য তার কাছে ৭ লাখ টাকা দাবি করা হয়। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পর ২০২৪ সালের ১৬ আগস্ট সৌদি আরবে যান। সেখানে নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন দেশে বাবা-মাকে অবহিত করেন। আরও ৫০ হাজার টাকা পাঠালেও দুই মাস পর দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। দেশে এসে সৌদি প্রবাসী ওই দালালের কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় সৌদি প্রবাসী ও তার বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মিলাদ। মানব পাচার আইনে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। শুধু মিলাদ হোসেন নয়, তার মতো বেকারত্ব থেকে মুক্তি পেতে কর্মের জন্য প্রবাসে গিয়ে প্রতারিত ভুক্তভোগীরা দেশে ফিরে এসে মামলা দেন, দিচ্ছেন। বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনালে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩০টি মামলা বিদেশে গিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগী ও তার পরিবার করেছে। এ ছাড়াও আবাসিক হোটেলে পাচার করার অভিযোগে চারটি ও বাচ্চা চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিচারাধীন রয়েছে ২৭টি। তদন্তাধীন রয়েছে ৯টি। বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, বরিশাল বিভাগ থেকে বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন প্রবাসে আছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৩৪৫ ও নারী ২০ হাজার ৭৫৭ জন। প্রবাসীদের মধ্যে শতকরা ৭০ ভাগ সৌদি আরবে রয়েছেন। বাকি ৩০ ভাগ বিশ্বের অন্যান্য দেশে বাস করেন। বিভাগের মধ্যে বরিশাল জেলা থেকে প্রবাসে রয়েছেন ৫৬ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৫৮৫ জন ও নারী ৫ হাজার ৪৬৩ জন। এদিকে প্রবাসীকল্যাণ শাখার সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, বরিশাল বিভাগে কোনো ব্যক্তি প্রবাসে গিয়ে নিখোঁজ নেই। তবে পাঁচজন সৌদি আরবের কারাগারে আছেন। এর মধ্যে তিনজন ভোলার, একজন ঝালকাঠির ও অন্যজন পিরোজপুরের।
শিরোনাম
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
- আরো বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা
- গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬
- আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : সৌদি যুবরাজকে পেজেশকিয়ান
- নির্বাচনে অনিশ্চয়তা বাড়াবে জটিলতা
- গ্রীষ্মকালে খাবার গ্রহণ নিয়ে কিছু কথা
- মাথাব্যথার কারণ ও প্রতিকার
- ৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার
- রোনালদোর জোড়া গোল, আল-হিলালকে হারালো আল-নাসর
- হাঁটুর চোটে ১৪ সপ্তাহ মাঠের বাইরে স্টোন
- পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
- ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী
- ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা
- নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প
- আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছু
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
বিচারাধীন মানব পাচারের ৩৬ মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর