হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার ৮৯তম সালানা জলসা শনিবার রাতে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আহসান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ। বক্তব্য রাখেন মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাম্মদ আবদুস সবুর, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ এরশাদুল হক ও মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
বক্তারা বলেন, খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এ মাদরাসার প্রাণপুরুষের ভূমিকা পালন করেছেন। মাদরাসাটি দ্বীনি শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছে। মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।