‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’ শিরোনামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে শনিবার (৮ মার্চ) ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও বিতার্কিক সম্মিলন ২০২৫।
এই আয়োজনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মাদ্রাসার বিতার্কিক ও ডিবেটিং ক্লাবের মডারেটরগণসহ অভিভাবক ও শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন। এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি এর ২২ বছর পথচলায় যাদের অবদান অগ্রগন্য, এনডিএফ বিডি এর সেই প্রাক্তন বিতার্কিকরা। পুরো আয়োজন জুড়ে ছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও আলোচনা।
বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাটি সকল নারী বিতার্কিকদের জন্য উন্মুক্ত ছিল। এই বিতর্কে সেরা পাঁচজন বিতার্কিকরা হলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের আদিবা সুলতানা আলিফা (১ম), ইস্টার্ন ইউনিভার্সিটি মোসাম্মৎ মার্জিয়া (২য়), সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের রিমু আক্তার (৩য়), আনিকা রহমান মৌ (৪র্থ) এবং নুঝাত তাহসিন (৫ম)।
প্রদর্শনী বিতর্কে ‘এই সংসদ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমর্থন করে না’ শীর্ষক প্রস্তাবকে উপজীব্য করে বিতর্ক করেন শাহনিম সাইফ রুহান, সাদিয়া আফরিন উর্মি, নাফিসা তাসনিম, উদয় নারায়ণ, উম্মে হাবিবা ও আজম খান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ