সন্তান জন্ম দেওয়ার জন্য বেশ কয়েক মাস কোর্টের বাইরে থাকতে হয় নারী টেনিস খেলোয়াড়দের। অনেক ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্যও খেলোয়াড়েরা খেলতে পারেন না। ফলে বেশ কয়েক মাস সেসময় তাদের আয় প্রায় থাকে না। অথচ টেনিসই তাদের পেশা বা আয়ের উৎস।
এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিলো নারী পেশাদার খেলোয়াড়দের সংগঠন ‘ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন’ বা সংক্ষেপে ডব্লিউটিএ। এখন থেকে মাতৃত্বকালীন ভাতা দেবে সংস্থাটি।
১২ মাস পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা পাশে পেয়েছেন সৌদি আরবের সংস্থা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডকে। এই সংস্থাই নারী টেনিস খেলোয়াড়দের মাতৃত্বকালীন ভাতার খরচ বহন করবে। ডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি, পেশাদার নারী খেলোয়াড়দের এই ধরনের সুবিধা তারাই প্রথম দিচ্ছেন।
ডব্লিউটিএর সিইও পোর্টিয়া আর্চার বলেছেন, ‘‘শারীরিক এবং মানসিক চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য। আমাদের পেশাদার খেলোয়াড়েরা যাতে নিশ্চিন্তে পরিবার পরিকল্পনা এবং মাতৃত্ব উপভোগ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। কীভাবে আরও বেশি করে খেলোয়াড়দের পাশে থাকা যায়, তা নিয়ে আমরা নিরন্তর চিন্তাভাবনা করি।’’
গত বছর সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে চুক্তি হয়েছিল ডব্লিউটিএর। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ডব্লিউটিএ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। সেই হিসাবে এই মুহূর্তে অন্তত ৩২০ জন খেলোয়াড় এই সুবিধা পেতে পারেন। নারী টেনিস খেলোয়াড়েরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/নাজিম