আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুদেশের প্রধানদের মধ্যে এক ফোনালাপে আগামী ২৮ এপ্রিল কানাডার ফেডারেল নির্বাচন না হওয়া পর্যন্ত দেশটির উপর আরোপিত অটোমোবাইলসের ২৫ শতাংশ শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কানাডার উপর আরোপিত শুল্ক আগামী ২ এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল।
এর আগে গত ২৬ মার্চ ডোনাল্ড ট্রাম্পের নতুন করে অটোমোবাইলসের শুল্ক আরোপের ঘোষণার সাথে সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর নির্বাচনি সকল প্রকার প্রচারণা বন্ধ রেখে জরুরিভাবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতি গুরুত্ব দেন। শুক্রবার ট্রাম্পের সাথে তাঁর ফলপ্রসূ আলোচনা হওয়ার পর তিনি আবার মন্ট্রিলে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প সম্মানের সাথে কানাডাকে যুক্তরাষ্ট্রে ৫১তম অঙ্গরাজ্য না বলে কানাডা বলে সম্মোধন করেছেন এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে গভর্নর না বলে প্রধানমন্ত্রী বলে সম্মোধন করেছেন যা দূদেশের সম্পর্ককে আরো মজবুত ও ভবিষ্যৎ বাণিজ্যকে তরান্বিত করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
অন্যদিকে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হবার পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাঁর প্রথম আলোচনা। দুজনেই আলোচনা শেষে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন আলোচনা অত্যন্ত সুখকর এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দুজনেই আলাদা আলাদা করে তাদের এই বক্তব্য প্রকাশ করার পর কানাডা ও আমেরিকার দুই দেশের নাগরিকদের মধ্যে স্বল্প সময়ের জন্য হলেও একটু স্বস্তি ফিরে এসেছে।
অন্যদিকে আসন্ন কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত পাঁচটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নি’র লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভ’র কনজারভেটিভ পার্টি, জাগমিত সিং’র এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট’র ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে ও এন্ড জোনাথান পেডনলট’র যৌথভাবে গ্রীণ পার্টি অব কানাডা অন্যতম।
কানাডার সবশেষ আসন ভিত্তিক জরিপে জানা গেছে, মার্ক কার্নির লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। যেখানে গতমাসেও কনজারভেটিভ পার্টি এগিয়ে ছিল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা এবং ট্যারিফ আরোপে ফলে কানাডা ও আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তা সমাধানে এই মুহূর্তে অর্থনীতিবিদ মার্ক কার্নিই কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত।
বিডি প্রতিদিন/জামশেদ