বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চৌকিট শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত চৌকিট এর একটি রেস্টুরেন্টে চৌকিট যুবদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সিনিয়র নেতা দাতো শ্রী মো: শহীদুল্লাহ শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকিট শাখা বিএনপির উপদেষ্টা মো. মিজানুর রহমান সুমন, মালয়েশিয়া মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিলাত, চৌকিট শাখা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুয়ালালামপুর মহানগর বিএনপির প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন, চৌকিট যুবদল সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা হুমায়ুন কবির, জাহাঙ্গীর, জালাল, মিন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অনেকে।
ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল