বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। এরপর দূতাবাসের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভাটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোঃ আলমগীর হোসেন। এ সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে শহিদ হওয়া ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন, যা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অনুষ্ঠানে বেলজিয়াম বিএনপির সভাপতি, সাইদুর রহমান লিটন তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ২৬ মার্চ শুধু স্বাধীনতা ঘোষণার দিন নয়, এটি আমাদের গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার প্রতীক। স্বাধীনতা মানে শুধু ভৌগোলিক মুক্তি নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিরও প্রতিশ্রুতি বহন করে। কিন্তু বিগত স্বৈরাচারী শাসনের ফলে গণতন্ত্র আজ বিপন্ন।তিনি আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করা এখন সময়ের দাবি। প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোঃ সফিউল আজম, প্রথম সচিব নুসরাত জাহান। অনুষ্ঠানে, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন বাবু,সিনিয়র সহ-সভাপতি সামসু মিয়া, সৈয়দ আক্কাস, জাহাঙ্গীর আলী, নুরুন্নবী,হারুনুর রশিদ, হাবিবুল হাসান সোহাগ, মাকসুদুল হাসান মম, যুগ্ম সাধারণ সম্পাদক,
জসীম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক, কামাল হোসেন, দপ্তর সম্পাদক, মাসুদ মোড়ল, প্রচার সম্পাদক, কবির গাজী, বিএনপি নেতা, খান আক্তার, তালুকদার আব্দুর রব, মোরশেদ আহমেদ, বশির আহমেদ, রাসেল ভূঁইয়া,
সফর আলী, জহির সরদার, হক মোহাম্মদ মোমিনুল, বেলজিয়াম যুবদলের আহ্বায়ক, কাজী বাবু, সদস্য সচিব, মোস্তফা মোহাম্মদ বাবু, যুগ্ম সম্পাদক,শাখাওয়াৎ হোসেন রাফি ও বেলজিয়াম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,মীর জসীম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
বিডি প্রতিদিন/এএ