আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ফ্রান্সের ইউনেস্কো সদর দফতরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান।
২০২৪ সালের ২২ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে নির্বাহী পর্ষদের ২১৯তম সভায় বাংলাদেশের প্রস্তাবে এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং এ প্রস্তাবে ইউনেস্কো সদস্যভুক্ত ৬৩টি রাষ্ট্র সমর্থন করে। ১৯৯৯ সালে ইউনেস্কোর ৩০তম সাধারণ পরিষদের সভায় ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনের আয়োজনে আছে- ভাষাবিদ ও গবেষকদের সম্মেলন। সেখানে ভাষা বিশেষজ্ঞ ও গবেষকরা মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারের বিষয়ে আলোচনা করবেন।
২১ ফেব্রুয়ারি রজত জয়ন্তী উদযাপনের মূল আয়োজনে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের আয়োজনে মূলত তিনটি বিষয়ে আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো— শান্তির জন্য বহুভাষিক দৃষ্টিভঙ্গি, জরুরি পরিস্থিতিতে বহুভাষিক শিক্ষা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বহুভাষিক শিক্ষা।
বিডিপ্রতিদিন/কবিরুল