রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স-মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এতে গ্যারেজের বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আশপাশের মানুষকে ছোটাছুটি করতে থাকে। উৎসুক লোকজনের ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। গত রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়েছে। আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভিতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তাঁরা। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ও খিলগাঁও মডেল কলেজের অপজিটে টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।