জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের কর্মীদের অতর্কিত হামলায় নারীসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ হামলায় নেতৃত্ব দেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনীক কুমার দাশ। অনীক শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের একনিষ্ঠ কর্মী বলে জানা যায়।
শিক্ষার্থীরা আরও জানান, হামলায় রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তামান্না তাবাসসুম ও আকাশ আলী আহত হন। তাদের দুজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুতা পায়ে একজন মেয়ে ও ছেলে শিক্ষার্থী শহীদ মিনারে উঠলে প্রতিবাদ করেন আকাশ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা মেয়েটির বন্ধু মাহী আকাশকে ধাক্কা দিতে গেলে আকাশ তার হাত সরিয়ে দেন। মাহী তার বিভাগের বন্ধু অনীককে কল দেন। অনীকের সঙ্গে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী এসে আকাশকে পেটাতে শুরু করেন।
হামলার ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘এটা বিভাগের শিক্ষার্থীদের একটা বিষয় বলে জেনেছি। ছাত্রদলের কেউ জড়িত কি না খতিয়ে দেখব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘শহীদ মিনারে একটা মারামারির ঘটনা ঘটেছে শুনেছি। সহকারী প্রক্টর ফেরদৌস স্যার তাৎক্ষণিক উপস্থিত হয়েছেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান আমাকে বিষয়টি অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’