আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরীর লিখিত অন্যতম কিতাব ‘তাফসিরে ফাউজুল আজিজ’র প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্-কাদেরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল করিম, ড. মোহাম্মদ শামসুল আলম, ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ড. এম এ অদুদ, ড. আহসান উল্লাহ আহসান সাঈদ, আল্লামা মুফতি মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, আল্লামা এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ।
কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল-কাদেরী, আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন যোবাইর, অধ্যাপক ড. শাহ আল্-মারুফ, মুফতি মুহাম্মদ ওসমান গনি সালেহী, মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আজম প্রমুখ।