বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, যাদের জনসমর্থন নেই, ভোট হলে ভালো ফলাফল করতে পারবেন না, তারা ভোট নিয়ে ষড়যন্ত্র করছেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলালের বড়াইল ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের মহাব্বাত তৈবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাকুল হায়দার, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান তালুকদারসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক