জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানেছি। পাশাপাশি আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাগপা সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসমিয়া প্রধান জানান, সুষ্ঠু ও ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই সিইসিকে বলেছি। বিগত ১৬ বছরে আমরা অনেক দেখেছি নির্বাচনে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না। এটা আমরাও বিশ্বাস করি। এই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন হবে। তা সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবে এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে।
তিনি আরও জানান, সিইসিকে জানিয়েছি আমারা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন ফিরে পেয়েছি। সিইসি বলেছেন নির্বাচনে সব দলের সহযোগিতা দরকার। আমরা জানিয়েছি ইসিকে অবশ্যই সহযোগিতা করব। আমরা হাইকোর্টের রায় পেয়েছি। ইসি আপিল করলে আমরা আইনগত ভাবে মোকাবেলা করব।
জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে জাগপার প্রতিনিধি দল।
প্রসঙ্গত, ১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে জাগপা। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর ইসি থেকে নিবন্ধন লাভ করে দলটি। এক যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে ইসি। গত বুধবার প্রায় চার বছর দুই মাস পর নিবন্ধন ফিরে পেয়েছে জাগপা।
বিডি-প্রতিদিন/বাজিত