জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা অপরিহার্য। আর এই যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের হীরা কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ডক্টর শাজাহান মাদানি।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল