বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত যে কাজ করলে দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে সেই কাজ শেষ করুন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডানে-বায়ে, এদিকে-সেদিক তালবাহানা করে সময়ক্ষেপণ করলে জনগণ তা মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণা দেন। সেই সাথে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন।
শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, হাসিনা দেশের মানুষের অর্থ আত্মসাত, খুন, গুম, আয়নাঘর তৈরি করেছে। দেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণতা করার চেষ্টা করেছিল। হাসিনা বাংলাদেশের পতাকা বিক্রি ছাড়া আর কিছু বাকি রাখেনি। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাহিদা রহমান জোসনা, জেলা বিএনপি’র অন্যতম সদস্য এমদাদুল হক ভরসা, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. রেজেকাসুলতানা ফেন্সী, পীরগাছা বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল